রাজধানীর শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

6


ঢাকা অফিস
রাজধানীর শ্যামলী এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ডায়নামিক ফ্যাশনের পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি।

এদিকে সড়ক অবরোধের কারণে, রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজন আমিনবাজার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত চলে গেছে। আব্দুর রহিম নামের এক বেসরকারি কর্মকর্তা বলেন, দেড় ঘন্টা যাবত গাড়িতে বসে থেকে এখন উপায় না পেয়ে পায়ে হেটে অফিসের উদ্দেশ্য রওনা হয়েছি। কি আর করা অফিসে তো যেতেই হবে।