স্বামী যখন ‘অমুকের’ বাপ

3
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট

বাংলাদেশের বেশিরভাগ নারীর নাম কী, তা তাদের স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশিরাও জানেন না। সবাই তাদের কারো স্ত্রী, কারো মা কিংবা দাদি হিসেবে চেনেন। অন্যদিকে নারীরাও তাদের স্বামীকে নাম ধরে ডাকেন না। এর বদলে তারা সম্বোধন করে থাকেন, অমুকের বাবা কিংবা অমুকের দাদা হিসেবে। গ্রেট ব্রিটিশ বেক অফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নাদিয়া হোসেন বিদেশে থাকলেও বাংলাদেশি সেই সংস্কৃতির বাইরে বের হতে পারেননি।

ইনডিপেন্ডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়। সেখানে নাদিয়া বলেন, আমাদের দেশের সংস্কৃতিতে আপনি আপনার স্বামীকে নাম ধরে ডাকতে পারবেন না। কারণ, তিনি একজন পুরুষ।

তিনি আরো বলেন, ওই নারী যদি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকেন এবং সেই সময় তার স্বামীকে ডাকতে হয়, সে ক্ষেত্রে সন্তান কিংবা নাতিদের বাবা/দাদা হিসেবে তাকে সম্বোধন করেন।

নাদিয়া আরো বলেন, আমি আমার স্বামীকে মুসার বাবা কিংবা মরিয়মের বাবা হিসেবে সম্বোধন করি। তিনি যদিও আমার স্বামী, তার পরেও তার নাম ধরে আমি ডাকতে পারি না।

তিনি আরো বলেন, কখনো কখনো মজা করে আমি তাকে নাম ধরে ডাকি, সেটাও তাকে আপ্লুত করার জন্য।