তথ্য বিবরণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সর্ববৃহৎ সাইকেল র্যালির মিডিয়া উপ-কমিটির সভা আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।
সাইকেল র্যালিটি মুজিববর্ষের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে। সাইকেল র্যালিটি খুলনার বঙ্গবন্ধু স্কয়ার (ময়লাপোতা মোড়) থেকে শুরু হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত দীর্ঘ ৬৫ কিলোমিটার অতিক্রম করবে। সাত থেকে দশ হাজার সাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করবে। সর্ববৃহৎ এই সাইকেল র্যালিটি যাতে গিনেস ওয়ার্ল্ড বুকে অন্তর্ভুক্ত হতে পারে তার জন্য আয়োজক কমিটি কাজ করে যাচ্ছে।
সভায় সাইকেল র্যালির সমন্বয়ক এএইচএম জামাল উদ্দীন, বিটিভি’র প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, বাসস’র প্রতিনিধি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক মোঃ সাহেব আলীসহ কমিটির সংশ্লিষ্ট ১০ সদস্য উপস্থিত ছিলেন।