খুলনাঞ্চল রিপোর্ট
মাগুরা সদর থানায় কর্তব্যরত অবস্থায় বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জহুর মোল্লা নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। জহুর মোল্লা ফরিদপুরের মধুখালি উপজেলার মসলন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান জানান, রাত্রিকালীন পেট্রোল ডিউটিতে কর্মরত ছিলেন কনস্টেবল জহুর মোল্লা। পৌর এলাকার আবালুরে নামক স্থানে হৃদরোগে আক্রান্ত হলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা পুলিশ লাইন মাঠে সকালে জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানসহ মাগুরা জেলা পুলিশে কর্মরত সকল সদস্য শোক প্রকাশ করেছেন। সূত্র : ইউএনবি।