বিনোদন ডেস্ক
এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী। ভালো ছাত্রী হিসেবে সুনামও আছে। ডেন্টাল কলেজের শিক্ষার্থী তিনি। আজ বৃহস্পতিবার সকালে তার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তিনি বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
মিষ্টি জান্নাত বলেন, ‘আজ রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ! ভালোভাবেই পাস করেছি। এবার মুম্বাই থেকে একটি কোর্স করতে চাই। সেখানে ভর্তি হব। এরপর ঢাকায় ক্লিনিক ওপেন করার পরিকল্পনা রয়েছে। সপ্তাহে একদিন আমি বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চাই।’
মিষ্টি জান্নাত অভিনীত সর্বশেষ ছবি ‘তুই আমার রানি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অভিনেত্রী হিসেবেও ক্যারিয়ার গড়তে চান।