প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাহাতাবের আদালতে আত্মসমপর্ণ : জামিন না-মঞ্জুর

27
Spread the love

স্টাফ রিপোর্টার

পুলিশে চাকরি দেয়ার নামে সাড়ে ৪লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদিক উল্লাহ খান মাহাতাব আদালতে আত্মসমপর্ণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তার জামিন না-মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। মাহাতাব নগরীর শের-এ-বাংলা রোডস্থ ৪নং কাশেম সড়কের বাসিন্দা মৃত. ডা. হাবিব উল্লাহ খানের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী মো. মতিয়ার রহমান মোল্লা জানান, পুলিশে চাকরি দেয়ার নামে সাড়ে ৪লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. সাদিক উল্লাহ খান মাহাতাবের ৩বছরের কারাদ- হয়। ওই মামলায় গতকাল মাহাতাব আত্মসমপর্ণ করে। এছাড়াও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে চেক ডিজঅনার মামলায় মাহাতাবের এক বছরের কারাদ- ও আড়াই লাখ টাকা জরিমানা হয়েছে। তাছাড়া সাড়ে ৭লাখ টাকার চেক ডিজঅনারসহ মাহাতাবের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান।

মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন আরাজী সাজিয়াড়া গ্রামের বাসিন্দা দবির উদ্দিন বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফার সঙ্গে পরিচয় হয় মাহাতাবের। সেই সুত্রে ২০১৫ সালের ২৪নভেম্বর সকাল ১০টার দিকে গোলাম মোস্তফার ছেলেকে পুলিশে চাকরি দেয়ার কথা বলে মাহাতাব ৪লাখ টাকা নেয়। কিন্তু ২০১৬ সালের ২০জানুয়ারির মধ্যে চাকরি দিতে না পারলে টাকা ফেরৎ দেয়ার কথা থাকলেও ২৮ ফেব্রুয়ারিও টাকা ফেরৎ দেয়নি। এঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে মাহাতাবের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলা দায়ের করেন যার নং- সিআর-১২৫/১৬।