স্টাফ রিেপার্টার
খুলনার দিঘলিয়ায় আশরাফুল আলী (২২) নামে এক পাটকল শ্রমিকের পায়ুপথে ময়লা পরিষ্কার করার মেশিন দিয়ে হাওয়া দিয়ে নির্যাতন করেছে সহকর্মীরা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে দিঘলিয়ার সাগর জুট মিলে এ ঘটনা ঘটে। আশরাফুল ওই জুট মিলের শ্রমিক ও স্থানীয় সেনহাটি এলাকার রবিউল ইসলামের ছেলে।
আহতের চাচা মাসুদ শেখ জানান, কাজ শেষে মিলের মধ্যে ঘুমিয়েছিলেন আশরাফুল। এ সময় মিলের শ্রমিক নাজমুলসহ কয়েকজন তার হাত-পা চেপে ধরে পাটকলের ময়লা পরিষ্কার করার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আশরাফুল। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনার দিঘলিয়া থানার এসআই জুলিয়ার বলেন, ‘পাটকল শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। সে এখন হাসপাতালে নিবির পর্যবেক্ষণে রয়েছে। বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় এখনও থানায় কোনও মামলা হয়নি। তবে, পুলিশ এ ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করছে।’
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার (ইএমও) নাম না প্রকাশের শর্তে জানান, ভোরে ওই রোগীকে আশঙ্কাজনক অবস্থায় এখানে ভর্তি করা হয়। পরে এখানে তার অপরারেশন করা হয়েছে। নিবির পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়া এলাকায় রাকিব নামে এক শিশুকে পায়ুপথে হাওয়া দিলে তার মৃত্যু হয়।