ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দক্ষিণ যোগীপোল কপোতাক্ষ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকান ভাংচুর, লুটপাট ও কুপিয়ে ১জন রক্তাক্ত জখম ,৩জন আহত ও ১ জন আটক । বৃহস্পতিবার সন্ধায় যোগীপোল ৪নং ওয়ার্ডের কপোতাক্ষ এলাকার ব্যাংকার কাইউমের ভাড়াটিয়া জিন্নাত ফাতিমার নিকট থেকে পার্শ্ববর্তী দোকানদার আব্দুল্লাহ ২ হাজার টাকা ধার নিয়ে ঘোরাতে থাকে । গতকাল দুপুর ২টায় অপর দোকানদার আশরাফুল আব্দুল্লাহকে উক্ত মহিলার ধারের টাকা পরিশোধ করতে বলায়, আব্দুল্লাহ আশরাফুলের উপর ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে আশরাফুলের ছোট ভাই সাইফুল উভয়কে থামিয়ে দেয়। পরবর্তীতে সন্ধায় আব্দুল্লাহ ও তার স্যালক নেওয়াজ বহিরাগত ১৪/১৫ জনের সন্ত্রাসী চক্রদের নিয়ে আশরাফুলের উপর হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর, লুটপাট ও দোকানের ক্যাশে থাকা নগদ ৩০ হাজার টাকা ও তার ভাই সাইফুলের দোকানেও হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং তার স্ত্রী খাদিজার গলার ১টি স্বর্ণের চেন নিয়ে পালিয়ে পায়। এসময় সন্ত্রাসীরা আশরাফুলের মাথায়, বুকে ছুরি দিয়ে কোপাতে থাকলে তার স্ত্রী খাদিজা, ভাই সাইফুল ও মা রাশিদা বেগম ঠেকাতে আসলে তাদেরকেও মারপিট করে । এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পােিল যায়। গুরুতর জখম আশরাফুলকে উদ্ধার করে খুমেক হাসপাতালে পেরণ করে। খবর পেয়ে কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবার ঘটনা স্থল পরিদর্শন করেছেন । খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এ ঘটনায় জড়িত যোগীপেল এলাকার আব্দুল হালিমের পুত্র সাকিব(১৭)কে আটক করা হয়েছে এবং অন্যদের আটকের ব্যপারে অভিযান অব্যাহত রয়েছে।