দৌলতপুরে ককটেল মেরে দুজনকে হত্যা প্রচেষ্টার মামলার আসামি রিপন অস্ত্রসহ গ্রেফতার

4
Spread the love

স্টাফ রিপোর্টার

দৌলতপুর থানাধিন দক্ষিণ কাশিপুর বাংলার মোড়ে দাড়িয়ে থাকা দু’ব্যক্তিতে হত্যার উদ্দেশ্যে ককটেল মেরে আহত করার মামলার আসামি মো. আসাদুজ্জামান রিপন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১০টার দিকে দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান স্যূাটার গান ও ২রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হালিম গ্রেফতার রিপনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। রিপন পশ্চিম কাশিপুর মালা গ্যারেজের মোড়ের মো. ওহিদুজ্জামানের ছেলে। এছাড়া রিপনকে ককটেল হামলা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি তদন্ত মো. মোশারেফ হোসেন জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে দৌলতপুর কবরস্থানের পাশ থেকে রিপনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান স্যূাটার গান ও ২রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তার রিমা- আবেদন করা হবে।

মামলার বিবরণে জানা যায়, গত ৪জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে দৌলতপুর থানাধিন দক্ষিণ কাশিপুর বাংলার মোড়ে দাড়িয়ে কথা বলছিলেন পাবলা সাহা পাড়ার মৃত একেএম শফিউল্লাহর ছেলে মো. ইব্রাহিম খলিল শাহিন (৫৫) ও মো. শহিদুল্লাহ সওদাগর (৭২)। এসময় ঘোষ ডেয়ারীর পাশ থেকে তাদের গায়ে হত্যার উদ্দেশ্যে ককটেল মেয়ে কে বা কারা পালিয়ে যায়। ককটেলের স্প্রীনটারে দু’জনই আঘাতপ্রাপ্ত হন। এঘটনায় মো. ইব্রাহিম খলিল শাহিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং-০৩।