স্টাফ রিপোর্টার
খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র্যাব-৬। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সন্তোষনগর গ্রামের মৃত আলতাব হোসেন খাঁর ছেলে মো. ফসিয়ার রহমান (৫২) ও একই গ্রামের মৃত চান্দালী মোড়লের ছেলে মো. জাহাঙ্গীর আলম মোড়ল (৪৭)।
র্যাব-৬ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছর ওই সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে অন্যদের ধরতে নজরদারি করা হয়। র্যাব-৬ এর একটি বিশেষ দল সকাল সাড়ে ১০টায় নগরীর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, মোবাইল ফোনের দুটি সিম কার্ড ও নগদ এক হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা জঙ্গি সংগঠন আল্লাহর দলের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, অর্থ সংগ্রহ ও কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিল। তারা এ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ দেওয়া ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দেওয়া ইত্যাদি কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।