স্টাফ রিপোর্টার
একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান খুলনা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিতের ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়েছে। মামলায় ওয়াসা পানি প্রকল্পের স্থানীয় ও বিদেশি শ্রমিকদের পাঁচ-ছয় জনকে আসামি করা হয়েছে। মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সে বিষয়ে পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম। ওসি বলেন, ‘পান্নুকে লাঞ্ছিতের ঘটনায় রবিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এ মামলায় পাঁচ-ছয় জন স্থানীয় ও বিদেশি শ্রমিককে আসামি করা হয়েছে। পুলিশ সদস্যের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে রবিবারই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নর্থ মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রধান এবং এডিসি সিটিএসবি মনিরা সুলতানা ও ট্রাফিক বিভাগের এডিসি হাফিজুর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, খুলনা ওয়াসার কাজের গাফিলতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পান্নু ওয়াসার ঠিকাদারদের কাছে লাঞ্ছিত হন। এ সময় পুলিশ এসে সাংবাদিকের হাতে হাতকড়া পরায়।