স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে খুলনা অঞ্চলে। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানিয়েছেন, ভারত থেকে আসা মেঘমালার প্রভাবে বৃষ্টি হচ্ছে । গত রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত খুলনায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল তাপমাত্রা আরও কমতে শুরু করবে।
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন বলেন, ‘এ বৃষ্টিতে বোরো বীজতলায় নেতিবাচক প্রভাব পরড়ে। বীজতলা কোল্ড ইনজুরিতে পড়ছে। আর ধান চাষ পিছিয়ে যাবে। তবে, গম, সরিষা, ভুট্টা, পেয়াজ, আলুর জন্য উপকার হবে। কারণ এগুলোতে সেচ প্রয়োজন হয়।
https://studio.youtube.com/video/ByaGRirgcJs/edit
এ বৃষ্টির ফলে এ সব সবজিতে উপকার। তবে জমির মাটি কাঁদা কাঁদা হওয়া বা পানি জমলে ক্ষতি হতে পারে।’