ফকিরহাটের বেতাগায় আমন ধান সংগ্রহের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বেতাগায় আমন ধান সংগহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন কুমার দাশ। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পরভীন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহমিদা পারভীন বানু ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। উপজেলা খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অচিন কুমার দাশের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, ইউপি সচিব এসএম দাউদ সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে বাল্য বিবাহ করার অপরাধে বরকে ৩মাসের সাজা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাল্য বিবাহকে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একের পর এক বাল্য বিবাহের অভিযান পরিচালনা করলেও থামছে না বাল্য বিবাহ। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে বাল্য বিবাহের অপরাধে অপূর্ব কবিরাজ (৩২) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাঠাল বাড়ী অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা এই সাজা প্রদান করেন। স্থানীয়রা জানান উক্ত গ্রামের অনিল কবিরাজের ছেলে অপূর্ব কবিরাজ সম্প্রতি পার্শবর্তী গ্রাম গুড়গুড়িয়া এলাকার একটি কিশোরী মেয়েকে বিয়ে করে। ঘটনার দিন বৌভাত অনুষ্ঠান চলাকালীন সময়ে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
জেলা মৎস্যজীবী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞািপ্ত
শুক্রবার খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান জননেতা খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের খুলনা জেলা সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান লাবু, সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ, কাজী তারিক আহমেদ, বিকাশ চন্দ্র বিশ্বাস, মোঃ বাহাদুর শেখ, মন্মথনাথ সরকার, যুগ্ম সম্পাদক কর্ণজিৎ রায় বাপ্পি, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ইফতেখার হাসান বাপ্পি, মোঃ মুরাদ হোসেন, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক জুলফাত উল্লাহ আগা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্র নাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এড. শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, সমবায় ও কৃষি সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদক বুলু রানী ম-ল, উপ-দপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, কামরুল হাসান চাঁন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, বঙ্কিম সাহা, শেখ মোস্তাক, তরিকুল ইসলাম, শেখ সবুজ, কাদির, সঞ্চিতা রায়, নিরুপমা গোলদার, কবিতা বেগম, সুফিয়া খাতুন, শেখ সাদ্দাম হোসেন (পাপ্পুু), চন্দন রায়, ফাহিম ফেরদাউস, রাজু ম-ল, পৃথ্বিরাজ ম-ল, উৎপল দেবনাথ, পূর্ণিমা ম-ল, মমতাজ বেগম, হাসিনা, বন্যা প্রমুখ। এ সময়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ভূমিদস্যু, চাঁদাবাজ, টেন্ডারবাজ, পদ বাণিজ্যকারী, দুর্বৃত্ত জেলা মৎস্যজীবী লীগে থাকতে পারবে না।

মোড়েলগঞ্জে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে পেটালেন গ্রাম পুলিশ
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোরেলগঞ্জের তেলীগাতি ইউনিয়নে ১০ম শ্রেণী পড়–য়া এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে পেটালেন গ্রাম পুলিশ মনির হাওলাদার। আহত ওই ছাত্রী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ওই ছাত্রীর পরিবার পায়নি কোন সঠিক বিচার। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে তেলীগাতির হেড়মা বাজার এলাকায়। ভূক্তভোগী ওই ছাত্রীর পিতা জানান, তার মেয়ে সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথিমধ্যে পারিবারিক দ্বন্দের জের ধরে হরগাতি গ্রামের আলী আকবর হাওলাদারের পুত্র গ্রাম পুলিশ মনির হাওলাদার ও তার সহযোগী শাখাওয়াত ফকির গতিরোধ করে এবং তাকে মারপিট করে। বিষয়টি শিক্ষকদেরকে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এ সর্ম্পকে প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী জানান, তার স্কুলের ছাত্রীকে মারপিটের বিষয়টি স্থানীয়ভাবে চেয়ারম্যানকে অবহিত করেছেন। পরবর্তীকে এ ধরনের ঘটনা আর ঘটবেনা বলে চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটি ও অভিভাবককে আশ্বস্ত করেন।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, স্কুল ছাত্রীকে আহত ঘটনা তিনি অবহিত নন। তবে এ ধরনের অপরাধ যে ঘটিয়েছে তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, স্কুলছাত্রীর ওপর হামলার বিষয়টি শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ওসিকে অবহিত করেছেন তিনি। গ্রাম পুলিশ মনির হাওলাদার বলেন, পারিবারিক দ্বন্দে ঘটনা সাজানো হয়েছে।
ইশা ছাত্র আন্দোলন খালিশপুর থানা শাখার সম্মেলন ২০২০অনুষ্ঠিত।
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৩ঘটিকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতির আলোচনা করেন ইয়ামিন মোল্লা সম্মেলনে প্রধান অতিথী হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি মুফতী আমানুল্লাহ প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ বিশেষ অতীথি হিসেবে ছিলেন, আব্দুল লতিফ সাহেব, মাও: হাফিজুর রহমান, আব্দুর রউফ মোল্লা, আব্দুস সালাম জায়েফ, জি এম কিবরিয়া, মোস্তফা হাওলাদার, জাহিদুর রহমান মনির, মঈনুল ইসলাম সহ অন্যন নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২০ সেসনের নতুন কমিটি ঘোষনা করা হয়। সভাপতি মো:মাহদী হাসান মুন্না, সহ সভাপতি মোঃ বনি আমিন, সাধারন সম্পাদক শিহাব উদ্দিন।

নাগরিক সংলাপে বক্তারা
সরকার আন্তরিক হলে পাটশিল্পকে নিশ্চিতভাবে লাভজনক করা সম্ভব
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ‘পাটকল উন্নয়ন ও শ্রমিক অসন্তোষ’ শীর্ষক এক নাগরিক সংলাপ সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা’র উদ্যোগে অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑখুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, টিইউসি জেলা সভাপতি ও সিপিবি’র মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক মোঃ ফারুখ-উল-ইসলাম, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, সাংবাদিক মোতাহার রহমান বাবু, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা আরিফুজ্জামান মণ্টু, নিসচার কেন্দ্রীয় সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাবেক সিবিএ নেতা এম এ কাশেম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কামটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, টিইউসি’র জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কণা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বেনজির আহমেদ জুয়েল, খুলনা অর্থনীতি সমিতির শেখ মোহাম্মদ সেলিম, কবি সৈয়দ আলী হাকিম, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা, আইআরভি’র কাজী খালিদ জাবেদ, এড. মোঃ মনিরুজ্জামান মুরাদ, আব্দুষ সালাম শিমুল, কবি নূরুন্নাহার হীরা, সাইদুর রহমান পিণ্টু প্রমুখ। সংলাপে বক্তারা বলেন, সরকার আন্তরিক হলে, বাস্তবতার নিরীখে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পাটশিল্পকে লাভজনক করা সম্ভব। উৎপাদনের সাথে জড়িতদের রুগ্ন রেখে সমাজ এবং দেশের উন্নয়ন অর্থনীতিকে সবল করা যায় না। আন্তর্জাতিক বাজার এবং দেশীয় বাজারের সাথে সামঞ্জস্য রেখে সময়মত পাটক্রয়, বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং যথাসময়ে উৎপাদন ও বাজারজাতকরণ নীতি গ্রহণ, কারখানা আধুনিকায়ন করার মাধ্যমে এ খাতকে নিশ্চিতভাবে লাভজনক করা যায়।
রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন ঘোষণায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের ২০১৫ সালে ঘোষিত জাতীয় মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবীতে গড়ে ওঠা দ্বিতীয় দফা আমরণ অনশন কর্মসূচি চলাকালীন ৫ দিনের মাথায় গতকাল দ্বি-পক্ষীয় বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরী স্কেল-২০১৫এর মজুরী পে-স্লিপ প্রদান করার ঘোষণায় পাট মন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ অভিনন্দন জানান। তাঁরা বলেন, এ বিজয় আংশিক, কেননা শ্রমিকদের ১১ দফা দাবীতে আরও গুরুত্বপূর্ণ দাবী অপূর্ণ রয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে যৌক্তিক ও ন্যায্য দাবী ১১ দফা আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে যে দৃঢ়তা দেখায় এবং ওয়ার্কার্স পার্টির সকল স্তরের নেতাকর্মী, শ্রমিক-ছাত্র-যুবরা শ্রমিকদের পাশে থেকে শান্তিপূর্ণ আন্দোলনে ভূমিকা রাখায় তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড আনোয়ার হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।

উপকুলীয় বেঁড়ীবাধ নির্মানে ১২ হাজার ৯ কোটি টাকার প্রকল্প গ্রহন, আগামী বর্ষার আগে হচ্ছে টেকসই বাঁধ: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি উপকূলীয় বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের জরাজীর্ণ ও ভাঙন কবলিত বেঁড়িবাধ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালিনা ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ।
ঝুঁিকপূর্ণ বেড়িবাধ পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, এখানে সাতটি পোল্ডার রয়েছে। এর মধ্যে তিনটি পোল্ডার আমরা পরিদর্শন করেছি। বাধগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ৭ টি পোল্ডারের আওতাধীন বেঁড়ী বাধ নির্মানে ১২ হাজার ৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। চলমান এ সব প্রকল্পের কাজ আগামী বর্ষার মৌসুমের আগেই দ্রুত শেষ করা হবে। পরে তিনি খুলনার কয়রা উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাধ পরিদর্শন করেন।

বাগেরহাটে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (০৩ জানুয়ারী) বিকালে শহরের ক্যাসেল আসারার সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে সড়ক দূর্ঘটনায় নিহত জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রকিবের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরাবতা পালন করা হয় হয়। পরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল তরফদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল মোল্লা পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিমঅ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যরিষ্টার শেখ মো. জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ নাসির আহম্মেদ মালেক,ডা: হাবিবুর রহমান. সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, রামপাল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, সাবেক ছাত্রনেতা গোলাম মহিউদ্দিন জিলানি, সদর উপজেলা ছাত্র নেতা শেখ আরিফুল ইসলাম, সোহেল তরফদার প্রমুখ।