খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

14
Spread the love


তথ্য বিবরণী
‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কশিনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, কাউকে পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরই অনগ্রসর, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র মানুষের উন্নয়নের বিষয়টি সাংবিধানিক রূপ দেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন এবং মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, দেশের প্রবৃদ্ধি যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি দেশের অর্থনৈতিক অবস্থাও দিন দিন উন্নত হচ্ছে। দেশের এই অগ্রযাত্রার ধারাকে অব্যাহত রাখতে আমাদের মানবিক গুণাবলীর উন্নয়নে জোর দিতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন ও মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর। স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।

এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।