প্রতীকী ছবি
খুলনাঞ্চল রিপোর্ট
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৯২ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে। বিশ্বের ১৯০টি দেশে এসব শিশুর জন্ম হবে।
ইউনিসেফের পরিসংখ্যানে বলা হয়েছে, ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিশ্বে ভূমিষ্ঠ হবে প্রায় ৩ লাখ ৯২ হাজার ৭৮টি শিশু। এর ১৭ শতাংশই জন্মগ্রহণ করবে ভারতে। এছাড়াও বাংলাদেশে জন্ম নিবে ৮ হাজার ৯৩ শিশু। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে এবং সর্বশেষ শিশুটির জন্ম হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে নতুন বছরের প্রথম দিনে বিশ্বে যত শিশুর জন্ম হবে; তাদের অর্ধেকই ভূমিষ্ঠ হবে বিশ্বের মাত্র ৮টি দেশে।
দেশগুলো হলো :
এক. ভারত : ৬৭ হাজার ৩৮৫
দুই. চীন. ৪৬ হাজার : ২৯৯
তিন. নাইজেরিয়া : ২৬,০৩৯
চার. পাকিস্তান : ১৬ হাজার ৭৮৭
পাঁচ. ইন্দোনেশিয়া : ১৩ হাজার ২০
ছয়. যুক্তরাষ্ট্র : ১০ হাজার ৪৫২
সাত. কঙ্গো : ১০ হাজার ২৪৭
আট. ইথিওপিয়া : ৮ হাজার ৪৯৩
এ বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেরিয়েটা ফোর বলেছেন, নতুন বছর এবং একটি নতুন দশকের শুরুটি কেবল আমাদের ভবিষ্যতের জন্য নয়; বরং যারা আমাদের উত্তরসূরী হিসেবে আসবে তাদের ভবিষ্যতের প্রতিও আমাদের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত করার সুযোগ।