খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। বুধবার বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা’র কাছে ক্লাবের বিদায়ী সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোল্লা আলতাফ হোসেন ও মোঃ আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, আহমদ মুসা রঞ্জু ও বিমল সাহা, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট ও মোঃ আনিসউদ্দিন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, এ কে হিরু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, বিদায়ী কমিটির যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মোঃ হুমায়ুন
কবীর, এস এম কামাল হোসেন, আব্দুল মালেক, মোঃ শাহ আলম, মিজানুর রহমান মিলটন,
ওয়াহেদ-উজ-জামান বুলু, আবুল হাসান হিমালয়, বাপ্পী খান, শেখ আব্দুল্লাহ,
সাইদা আক্তার রিনি, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, দেবাশীষ জোদ্দার, সুনীল কুমার
দাস, ইউজার সদস্য রীতা রানী দাস, শরিফুল ইসলাম বনি।