বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘরে থাকা কোরআন শরীফ অক্ষত রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুরে যায়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দিয়েছে। ক্ষতিগ্রস্থ জাহিদ মোল্লা জানান, রাতে রাইচ কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষনের মধ্যে রাইচ কুকার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ডাক চিৎকারে লোকজন আসতে আসতে আগুন সম্পূর্ন ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতেই ৩টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরের সকল মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদার জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।ঘরগুলো পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হওয়ায় পরিবারটির অনেক ক্ষতি হয়েছি। চেষ্টা করব তাদেরকে উপঝেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করার।